ধারাবারিষা ইউনিয়নের নামকরণ নিয়ে বহু মতভেদ রয়েছে। তার মধ্যে সবচেয়ে কাছের মতটি তার নামের মধ্যে লুকায়িত। ধারাবারিষা নামকে ভাঙলে মোট তিনটি অংশ পাওয়া যায়। ধারা+বারি+ষা (শাঁ)। এক সময় হঠাৎ করে প্রবল বর্ষনে বা বৃষ্টিতে আজকের নয়াবাজার টু গুরুদাসপুরগামী রাস্তার শিধুলী ও উদবাড়ীয়া গ্রামের মাঝখান দিয়ে যে জলাশয় রয়েছে সেখান দিয়ে ও তুলশি নদী দিয়ে এবং ধারাবারিষা ও খাকড়াদহ গ্রামের আশ পাশ দিয়ে প্রবল বেগে বারি বা পানি প্রবাহিত হতে শুরু করে এবং শাঁ শাঁ করে শব্দ হতে থাকে। সেখান থেকে ধারাবারিষা নামের সূচনা। তাছাড়া ধরাবরিষা, ধরাবাশ্যি, ধুরাবাশ্যি প্রভৃতি আঞ্চলিক নাম রয়েছে। বর্তমানে অনেক ম্যাপে আজও ‘ধরাবারিষা’ নাম লক্ষ্য করা যায়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS